বেঙ্গালুরুর পার্টির পর বুধবার রাতে মুম্বাইতে হয়ে গেল নবদম্পতির আরেকটি জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি। আবারও সাবেকি সাজে সবাইকে মুগ্ধ করলেন দীপবীর।
মু্ম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে এই রিসেপশনের আয়োজন করা হয়। রিসেপশন পার্টির জন্য নবদম্পতি আবু জানি ও সঞ্জীব খোসলার ডিজাইন করা পোশাক বেছে নেন।
এদিনও পরস্পরের পোশাকের সঙ্গে রং মিলিয়ে সাজেন তারা।

দীপিকা সুন্দর একটা কেপ শাড়ি পরেছিলেন আর রণবীর একটা শেরওয়ানি পরেছিলেন।

সাদা ও সোনালির মিশেলে শাড়ির ও সীমাহীন ঘোমটার সঙ্গে দীপিকার মেকআপও ছিল মানানসই। সোনালি আভায় ভরা দীপিকার মুখ আর মাথার মাঝ বরাবর চলে গিয়েছে চওড়া সিঁদুরে রেখা। কানের দুলও ছিল নজর কাড়ার মতো।

রণবীরের জুতো জোড়াও ছিল দেখার মতো, যাতে প্রকাশ পায় আভিজাত্যের ছোয়া।

নবদম্পতি নিজেদের বিয়ের রিসেপশনের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন।

এদিন শুধু ঘনিষ্ঠ বন্ধুরা এবং সংবাদমাধ্যমের কর্মীরা আমন্ত্রিত ছিলেন। কিন্তু এখানেই শেষ নয় দীপবীর উৎসব।
আগামী ১ ডিসেম্বর দীপবীর বলিউডের তারকাদের জন্যও একটি পার্টির ব্যবস্থা করেছেন।